top of page
jkshifats11022555

মায়াহীন

তুমিতো বহুদূর প্রিয়,আছো কেমন যদি চিঠি লিখে জানাতে! আমি তো তোমার তরে সহস্রখানা চিঠি লিখে হাজির!সহস্র কবিতা রচিয়ে রেখেছি প্রিয় তোমারি জন্য-একটি মুহুর্ত যেন লক্ষ জনম পার হচ্ছে,আছো কেমনে তুমি প্রিয়? তোমায় আমার প্রিয় শত-সহস্র কবিতার শ্রোতা বানাতে চাই,তোমায় আমার উপন্যাসের প্রিয় নায়িকা বানাতে চাই,তোমায় আমি আমার আঙিনার অপরাজিতা-আর কৃষ্ণচূড়ায় মোড়াতে চাই! তোমার এলোকেশী ঐ চুলেতে আমি কৃষ্ণচূড়াতে গেঁথে দিতেচাই প্রিয়! আচ্ছাহ প্রিয় তোমারো কি এমন হয়? সত্যি কি তুমি এই বিষন্নের প্রেমে পড়েছো? যেন বজ্রমেঘের ডাকে আমার কথা মনে পড়ে? আমিতো মেঘের আড়ালেই তোমাকেই একেঁ বসি!ভালো যে বেসেছি তোমায় বুঝো তুমি?



3 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page