একা বসে আমি
আজ কি বসন্ত তিতলি? আজ যে কেন কোকিলটা আমগাছে বসে গান শুনায়? কোন সুখের আবেশে সে মৃদু সুরে গান গায়-বেপরোয়া হাওয়ায়! এই দিবস প্রিয় প্রহরে আপন সাজের গড়া শহরে-সুখের রেণু মাখায়! তবে হয়তো এই কারণে তারা হাজার নিয়মে তাকায়। যদি আম গাছের জায়গায় কৃষ্ণচূড়া গাছ হতো-যদি প্রেমী কোকিল তার আবেগী কন্ঠঃস্বরে চিৎকার দিয়ে তার প্রিয়তমার স্মরণে গান করতো? তবে তার প্রিয় কান পেতে আজনম শুনিতো যদি সে জানতো!
এখানে কালো আঁধারে বাষ্প পুড়ায়-ধুয়াশায় বেড়ায় ছাই, মন প্রার্থনা তবে;" একে এক যেন হয়-একে একে যেন পাই
Comments